বরগুনার ঘটনায় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বরগুনায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং এমপি শম্ভুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমনটা কেন হলো তা জানতে আইজিকে বলা হয়েছে, তদন্ত রিপোর্ট আসুক। আমার কাছে মনে হয়েছে এতোটা বাড়াবাড়ি ঠিক হয়নি। ঘটনাটি যেটা দেখেছি সেটা একটু বাড়াবাড়ি হয়েছে। ঘটনাটি এভাবে না ঘটলেও পারত। মঙ্গলবার (১৬ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, র‌্যাবের কার্যক্রমে কোনো গাফিলতি থাকলে সেটা দেখা হবে বলে পিটার হাসকে জানানো হয়েছে। পরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্র পিটার হাস বলেন, মানবপাচার প্রতিরোধে এ দেশের নেয়া বিভিন্ন পদক্ষেপের উন্নয়ন ঘটেছে। এ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা উন্নয়নে আরও সহযোগিতা করতে চায় তারা।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *