ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

সহকর্মীকে মারধরের বিচার দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

মারধরের ঘটনার ৪৮ ঘণ্টা পরও দোষীদের শনাক্ত না করতে পারায় বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এ পরিস্থিতিতে জরুরিসহ অন্যান্য চিকিৎসা কার্যক্রম চালিয়ে নিতে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জানিয়েছেন তারা। আজ শনিবার (১৩ আগস্ট) এ নিয়ে পুলিশপ্রধানের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

গত সোমবার রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে মারধরের শিকার হন সাজ্জাদ হোসেন নামের এক ইন্টার্ন চিকিৎসক। এ ঘটনায় মঙ্গলবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকের কাছে লিখিত অভিযোগ করেন সাজ্জাদ। সাজ্জাদ বলেছেন, হামলাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোসংবলিত টি-শার্ট পরা ছিলেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দিয়েছেন। তবে তিনি তাঁদের কাউকে চিনতে পারেননি।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *