কুমিল্লার সদর দক্ষিণ থেকে ফেন্সিডিলসহ ০২ জন আটক

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার আশ্রাফপুর এলাকা হতে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত শুক্রবার (১২ আগস্ট) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ঐ অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের মোঃ তৈয়ুব আলী বিশ্বাস এর ছেলে মো রনি বিশ্বাস (৩০) এবং একই উপজেলার উত্তর কচুবুনিয়া গ্রামের মোঃ কাদের খান এর ছেলে মোঃ রাতুল খান(২৫)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেন, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *