কক্সবাজারে দুই রোহিঙ্গা নেতা খুনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজারে উখিয়া উপজেলায় বালুখালির জামতলী আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার (১০ আগস্ট) রাত ১টার দিকে উখিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেছেন নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০)। এ সময় পাঁচজনকে এজাহার নামীয় ও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সাহ মিয়া (৩২), মো. সোয়াইব (১৯) ও জাফর আলম (৫৪)।

এজাহারনামীয় অভিযুক্ত আসামিরা হলেন, মৃত সোনা আলীর ছেলে সাহ মিয়া (৩২) ও তার ভাই আবুল কালাম ওরফে জাহিদ আলম (২৫), জাফর আলমের ছেলে মাহামুদুল হাসান (২৭), মৃত রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪) ও তার ছেলে মো.সোয়াইব। তারা সবাই জামতলী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

এজাহারে উল্লেখ রয়েছে, পূর্বশত্রুতার জেরে এই ডাবল মার্ডারের সঙ্গে আবুল কাশেমের ছেলে সাব-মাঝি রেজাউল আলম (৪২), জাফর হোসেনের ছেলে সাব মাঝি মো. ইয়াছিন এবং ইসমাঈলের ছেলে (ভলেন্টিয়ার) নুর মোহাম্মদ (৩২) জড়িত।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জামতলি এফডিএমএন ক্যাম্প-১৫ এর সি ব্লকের হেড মাঝি (ব্লকের নেতা) আবু তালেব (৫০) এবং সাবমাঝি সৈয়দ হোসেন (৪৩) নিহত হওয়ার ঘটনায় বাদীর দায়ের করা এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতোমধ্যে রোহিঙ্গা শিবিরে বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনজনই হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *