বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বুকে পরম মমতায় আগলে রাখা পুত্র সন্তানের ছবি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে লিখেন, তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে।আমাদের রাজপুত্র।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমণি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্রসন্তান হলে রাজ্য। পরী-রাজ সন্তান হওয়ার পর পূর্ব নির্ধারিত সেই নামই রাখলেন। তাদের সন্তােনের নাম শাহীম মুহাম্মদ রাজ্য।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমণি। সন্তান জন্মের ঠিক এক রাত পর নামসহ সন্তানের ছবি প্রকাশ করলেন ঢাকাই ছবির এই নায়িকা।