মেঘনায় ভেসে এলো মৃত ডলফিন

লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে প্রায় ৫০ কেজি ওজনের একটি মৃত ডলফিন ভেসে উঠেছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়িখেরি পুলিশ ফাঁড়ি এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। উৎসুক জনতা ডলফিনটি দেখতে ঘটনাস্থল ভিড় জমিয়েছে।

পুলিশ জানায়, হঠাৎ করে মৃত ডলফিনটি নদীতে ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তাৎক্ষণিক ডলফিনটি নদী থেকে উদ্ধার কূলে নিয়ে আসা হয়। এই প্রথম এমন ঘটনা ঘটেছে। এর আগে রামগতি বা লক্ষ্মীপুরের কোথাও এমন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, রামগতি থেকে বঙ্গোপোসাগর অবস্থান বেশি দূরে নয়। রামগতির মেঘনায় কখনো ডলফিন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো কারণে ডলফিনটি সাগরে মারা যায়। পরে স্রোতের সঙ্গে ভেসে মেঘনা নদীর বড়খেরি এলাকায় চলে আসে।

বড়খেরি পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আহম্মদ বলেন, মৃত অবস্থায় ডলফিনটি ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে মারা গিয়ে স্রোতের সঙ্গে ডলফিনটি ঘটনাস্থলে চলে এসেছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগকে খবর দেওয়া হয়েছে প্রকৃত কারন বের করার জন্য।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *