সাতক্ষীরা থেকে বেশিরভাগ দূরপাল্লার বাস চলাচল বন্ধ

সাতক্ষীরার শ্যামনগরে শ্রমিকদের দ্বন্দ্বের জের ধরে যশোরে অবস্থিত সাতক্ষীরার কাউন্টারে তালা মেরে পরিবহন আটকে দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকাগামী দুরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যেতে দেখা যায়নি। তবে সমস্যা সমাধানে মালিক সমিতির বৈঠক চলছে বলে জানা গেছে।

সাতক্ষীরা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন বায়রন জানান, শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে সোমবার দুপুরে শ্যামনগরে কিংফিসার নামক বাস ভাঙচুর করে শ্রমিকরা। এরই জের ধরে যশোরে অবস্থিত সাতক্ষীরা পরিবহনের কাউন্টার গুলো রাতে তালা মেরে পরিবহন আটকে দেয় সেখানকার মালিক-শ্রমিকরা।

এর প্রতিবাদে সাতক্ষীরা থেকে দূরপাল্লার সকল পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে তিনি আরো জানান।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *