বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে ফের মামলা দায়ের হয়েছে। কিছুদিন আগে পেপার ম্যাগাজিনের ফটোশুটে বিবস্ত্র হয়ে হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেতা।
তার বিরুদ্ধে মুম্বাইয়ের একটি থানায় মামলা দায়ের হয়। এবার মামলাটি হয়েছে কলকাতা উচ্চ আদালতে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মামলাটি করেছেন সংখ্যালঘু নারী সংগঠনের চেয়ারপার্সন নাজিয়া ইলাহি খান। ম্যাগাজিনের জন্য করা রণবীরের বিবস্ত্র ফটোশুটের ছবি যাতে পশ্চিম বাংলায় বিশেষভাবে না ছড়ায়, সেই জন্য কলকাতা উচ্চ আদালতের সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন নাজিয়া।
এদিকে সম্প্রতি আবারো রণবীর সিংকে বিবস্ত্র হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতের পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল (পেটা)। সবাইকে নিরামিষভোজী হওয়ার আহ্বান জানাতেই এই পরিকল্পনা করেছে পশুপ্রেমীদের এই সংস্থা।
কাজের দিক থেকে গত সপ্তাহেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার শুটিং শেষ করেছেন রণবীর সিং। এতে তার বিপরীতে আছেন আলিয়া ভাট। এছাড়া ‘সার্কাস’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
ডব্লিউজি/এমএ