লঞ্চের ভাড়া নিয়ে নৌকায় পারাপার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদের বালাসিঘাটের লঞ্চের ভাড়া নিয়ে যাত্রী পারাপার করছে নৌকা দিয়ে। দুই পারের ইজারাদারের দাপটে প্রতিদিন জীবনের ঝুকিঁ নিয়ে শত শত যাত্রী যমুনা নদী পারাপার হয়ে আসছে। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ বালাসিঘাটের দুই পারে অবৈধ নৌকা চলাচল নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ। বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিলেও উদাসিনতার কারণে নিষিদ্ধ ঘোষনার পরেও নৌকা চলাচল করেই আসছে।

জানা যায়, বৃটিশ সরকার ১৯৩৮ সালে তিস্তামুখঘাট-বাহাদুরাবাদ ঘাট নৌরুট চালু করেন। নানা প্রতিকুল পরিবেশের মধ্যেই ২০০০ সাল পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদঘাট ও গাইবন্ধা জেলার বলাসিঘাট নৌরুটে ফেরিচলাচল অব্যাহত থাকে। এর বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২২ বছর অপেক্ষার পর ২০২২ সালের এপ্রিল মাসে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ-বালাসিঘাটে ফেরি চলাচল শুরু করে। সরকার দুই পারের ঘাট যাত্রী উপযোগি করার জন্য ১৩৬ কোটি টাকা ব্যয় করে স্থাপনা নির্মাণ করেন। এর পর আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু করে। কিন্তু শুরু থেকেই দুই পারের ইজারাদার বিরোধীতা করতে থাকে। ইজারাদারের বিরোধীতার কারণে লোকসানের মুখে পড়ে ফেরি কর্তৃপক্ষ। তার পরেও ফেরি চলাচল অব্যাহত রাখে। কিন্তু প্রতিদিন দুই পারের ইজারাদারের লোকজনের দাপটে ফেরি কর্তৃপক্ষ অসহায়। তাই ফেরি কর্তৃপক্ষ বিষয়টি বিআইডব্লিউটিএকে অবহিত করেন। বিষয়টি আমলে নিয়ে ৩১ জুলাই থেকে বিআইডব্লিউটিএ বাহাদুরাবাদ-বালাসিঘাট নৌ রোডে অবৈধ নৌকা চলাচল নিষিদ্ধ করেছেন। এর পরেও অবৈধ নৌকা চলাচল করেই আসছে। যাত্রীদের কাছে লঞ্চের ভাড়া নিয়ে যাত্রী পারাপার করছে নৌকা দিয়ে। ফলে প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুকিঁ নিয়ে চলাচল করে আসছে।

এব্যাপারে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্তাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, যেহেতু নৌযান গুলোর রেজিস্ট্রেশন, সার্ভে সনদ ও রুটপারমিটসহ অন্যান্য অনুমোদন নেই। তাই যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে স্থানীয় প্রশাসনকে অবৈধ নৌ চলাচল বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর দিক নির্দেশামূলক চিঠি পেয়েছি। নির্দেশনা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

ফুলছড়ি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। অবৈধ কোন যান বাহন যমুনা বাহাদুরাবাদ-বালাসিঘাটে চলাচল করবে না।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *