নতুন ভাড়া প্রসঙ্গে যা বলছে হানিফ-শ্যামলী পরিবহন

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর পরিবহন খাতে সংকট দেখা দিয়েছে। অকটেন, ডিজেল, পেট্রোলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। ফলে শনিবার (৬ আগস্ট) সকালে সড়কে গণপরিবহনের উপস্থিতির অভাব চোখে পড়েছে। এদিন সকাল থেকে দুরপাল্লার পরিবহনে ভাড়া নিয়েও যাত্রীদের মাঝে বেশ উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ডব্লিউজিকে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোশাররফ জানান, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরেও আমাদের সব পরিবহন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যর উদ্দেশ্যই ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যাত্রীদের কাছে পূর্বের নির্ধারিত ভাড়াতেই টিকেট বিক্রি করছি।

ভাড়া বাড়ানোর প্রসঙ্গে কি ভাবছেন জানতে চাইলেন তিনি বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)-এর সঙ্গে পরিবহন মালিকরা বসে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমরা ভাড়া বাড়াচ্ছি না। তিনি আরও বলেন, ‘এমনিতেই এখন যাত্রী সংকট। ৪০ সিটের বাসে ২০ জন যাত্রী নিয়ে যেতে হয়। সেখানে ভাড়া বাড়ালে আরও যাত্রী সংকট দেখা দিবে। তাই আমরা এখন পর্যন্ত ভাড়া বাড়াইনি। মালিকপক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরে নতুন ভাড়া সম্পর্কে বলতে পারবো।

প্রায় একই কথা বলেছেন শ্যামলী পরিবহনের ম্যানেজার রিপন মিয়া ডব্লিউজিকে তিনি জানান, ‘যারা অগ্রিম টিকেট সংগ্রহ করে রেখেছেন তারা সেই টিকেট ও পূর্বের ভাড়াতেই ভ্রমণ করতে পারবেন। তবে আজকে যারা কাউন্টারে আসবেন টিকেট ক্রয়ের জন্য, তাদেরকে কিছু পরিমাণ ভাড়া বেশি গুনতে হবে।’ গন্তব্য অনুযায়ী সেটার পরিমাণ ৫০-১০০ টাকার মতো হতে পারে বলেও জানান তিনি।

এর আগে, শুক্রবার দিনগত রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে দাম বেড়েছে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা এবং পেট্রলে বেড়েছে ৪৪ টাকা। দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রল ১৩০ টাকায় কিনতে হবে।

দাম বাড়ার আগে খুচরা বাজারে প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকায় বিক্রি হচ্ছিলো।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *