ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। লাইট-ক্যামেরার সামনে শুধু দুর্দান্ত অভিনয়ই পারেন না; বরং গার্হস্থ্য কাজেও পারদর্শী এই অভিনেত্রী। আর সেই প্রমাণ মিলেছে তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করা একটি স্থিরচিত্রে।
এ ছবিতে দেখা যায়, মেঝেতে লাল রঙের টুলে বসে আছেন এক নারী। তার পরনে নীল রঙের সালোয়ার-কামিজ। পা দিয়ে চেপে ধরেছেন বটি। সামনে পাত্র রেখে মুরগি কাটছেন তিনি। খুব ভালো করে খেয়াল করলেই বোঝা যায়, এ অন্য কোনো নারী নন, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
স্বাভাবিক কারণে প্রশ্ন উঠেছে, নাটক-টেলিফিল্মের চরিত্রে প্রয়োজনেই কি মুরগি কাটছেন প্রভা? এ ছবির ক্যাপশনে প্রশ্নটির উত্তর দিয়েছেন তিনি। এ অভিনেত্রী লিখেন, ‘কারণ, বান্ধবীর বুয়া আসেনি। তাই মুরগি কেটে দিচ্ছি এবং আদা-রসুনও বেটে দিচ্ছি।’
সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব প্রভা। প্রায়ই নতুন নতুন ছবি শেয়ার করেন। তার রূপের দ্যুতিতে মুগ্ধ অনুরাগীরা। যদিও এখন কমেন্ট বক্সে তার ভক্তরা নিজেদের ভালো লাগার কথা জানাতে পারেন না। কারণ অভিনেত্রী কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন।
ডব্লিউজি/এমএ