পাবনায় ১০টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

পাবনায় সাঁথিয়া থেকে ১০টি ওয়ান শুটারগানসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব -১২। শুক্রবার (০৫ আগস্ট) দুপুরে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা আতাইকুলা মাধপুর মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এরপর সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায়।

আটককৃতরা হলেন, সাঁথিয়া বোয়ালমারী রমজান মোল্লার ছেলে বিপ্লব মোল্লা (৩০) ও একই এলাকার চান্দু ইসলামের ছেলে লিটন ইসলাম (৩২)।

র‌্যাব জানায়, বিপ্লব ও লিটন বোয়ালমারী বাজারস্থ ওয়ার্কশপে এ অস্ত্রগুলোর বিভিন্ন অংশ তারা তৈরি করেছে এবং এই অংশগুলো পরে গভীর রাতে বোয়ালমারী সেচ প্রকল্পের পাম্পের পাশে ঝোপঝাড়ে বসে সেটিং ও রং করার কাজ করেছে। আমরা তাদের নিয়ে সেসব জায়গায় গিয়েছি এবং অস্ত্র তৈরি করার বিভিন্ন পরিত্যক্ত অংশ ও আলামত উদ্ধার করেছি। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এ সকল দেশীও অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *