১ মাসে স্বর্ণের দাম সর্বোচ্চ

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছেই। শুক্রবারও (৫ আগস্ট) আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুটির দর বেড়েছে। এক মাসের মধ্যে যা সর্বোচ্চ। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দীর্ঘ প্রতীক্ষিত চাকরির তথ্য প্রকাশের আগে মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। সেই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কা আরও মাথাচাড়া দিয়ে উঠছে।

ফলে স্বর্ণের প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি এতে বিনিয়োগে স্বাচ্ছন্দবোধ করছেন তারা। ফলে নিরাপদ আশ্রয় ধাতুর কদর বেড়েছে। এতে দামি ধাতুটির মূল্যও বাড়ছে। সবমিলিয়ে টানা তিন সপ্তাহ স্বর্ণের দাম বাড়ল। এদিন আন্তর্জাতিক স্পটে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয়েছে ১৭৯০ দশমিক ৪২ ডলারে। গত ৫ জুলাইয়ের পর যা সর্বোচ্চ। চলতি সপ্তাহে মূল্যবান ধাতুটির দাম বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৫ শতাংশ। তবে এসময়ে যুক্তরাষ্ট্রে স্বর্ণের সরবরাহ মূল্য বেড়েছে সামান্য। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৮০৫ দশমিক ৮০ ডলারে।

ওএএনডিএ’র জ্যেষ্ঠ বিশ্লেষক জেফ্রে হ্যালে বলেন, বিগত কয়েকদিন ধরে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের দাম কমছে। স্বাভাবিকভাবেই স্বর্ণের দর বাড়ছে। এছাড়া মার্কিন ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়েছে। কারণ, দেশটিতে মূল্যস্ফীতি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সেই সঙ্গে অর্থনৈতিক মন্দার শঙ্কাও করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার শঙ্কার মধ্যে আবার ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে চীন-যুক্তরাষ্ট্র রাজনৈতিক উত্তেজনা। তাইওয়ানে আধিপত্য নিয়ে দফায় দফায় একে অপরকে হুঁশিয়ারি করছে তারা। যার প্রভাবও পড়ছে স্বর্ণের বাজারে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *