ভালো কাজে পেটপুরে খাবার! ব্যাতিক্রমী হোটেলের গল্প

ফুটপাতঘেঁষা সফেদ দেয়াল, যেখানে লাল হরফে বড় করে লেখা—ভালো কাজের হোটেল।ভালো কাজকে উৎসাহিত করতে রাজধানীর তিনটি স্থানে অস্বচ্ছল মানুষদের এভাবে খাওয়াচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। ভালো কাজের হোটেল’ ব্যানারে প্রতিদিন প্রায় পাঁচ শতাধিক দরিদ্র মানুষকে খাবার দিচ্ছেন তারা। সমাজ থেকে অন্যায় অপরাধ মুছে যাক ভালো কাজের মাধ্যমে, এই শ্লোগানেই চলছে তাদের কার্যক্রম

তপ্ত দুপুরে নিরন্ন মানুষদের একবেলা পেট ভরে খাবারের ব্যবস্থা করছেন তারা। ঢাকার বিভিন্নস্থানে আয়োজিত এই উদ্যোগটি প্রশংসা কুড়িয়েছে। এখানে আসেন খেটে খাওয়া মানুষ অস্বচ্ছল বৃদ্ধ পথশিশু এবং সমাজের প্রান্তিক মানুষ।

রাজধানীর একদল তরুণ ভালো কাজকে উৎসাহিত করতে খুলে বসেছেন ব্যতিক্রমী হোটেলটি। শনি থেকে বৃহস্পতিবার অসহায় মানুষকে অন্তত একটি ভালো কাজের বিনিময়ে খাবার দেন। শনিবারে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলে এ কার্যক্রম। সপ্তাহের অন্য দিনগুলোতে বেলা দেড়টা থেকে তিনটা পর্যন্ত। শুক্রবার তাঁরা খাবার নিয়ে ছোটেন রাজধানীর বিভিন্ন মসজিদ ও এতিমখানায়। মসজিদের সামনে আসা নিম্ন আয়ের মানুষদের হাতে যেমন খাবার তুলে দেন, তেমনি এতিমখানায় গিয়ে এতিমদের খাবারের প্যাকেট পৌঁছে দেন। এভাবে ২০০ থেকে ২৫০ জনকে খাওয়ান।

 

 

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *