দুজনই বলিউডের দুই প্রভাবশালী পরিবারের সদস্য। একজন শাহরুখ খানের কন্যা সুহানা খান, অন্যজন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ। সম্প্রতি দুজন একসাথে নৈশ্যভোজে ক্যামেরাবন্দি হয়েছেন। এ নিয়ে বলিউড পাড়ায় চলছে নানা গুঞ্জন। জনপ্রিয় আমেরিকান কমেডি স্ট্রিপ আর্চির হিন্দি সংস্করণে নির্মিত হচ্ছে ‘দ্য আর্চিজ’। জোয়া আখতারের এ ছবিতে হাতেখড়ি হচ্ছে সুহানা, অগস্ত্যসহ একাধিক তারকা সন্তানের। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। তবে তার আগেই খবরের শিরোনাম হলেন সুহানা-অগস্ত্য। দুজনেই যেহেতু তারকা পরিবারের সন্তান, ফলে তারা যেখানেই যান না কেন পাপারাজ্জিদের ক্যামেরা তাদের পিছু ছাড়ে না। এবার অগস্ত্যর সাথে কফি খেতে বেরিয়ে ক্যামেরাবন্দি হলেন সুহানা। যদিও সেখানে অগস্ত্যর মা শ্বেতা বচ্চন নন্দ হাজির ছিলেন।
ঘটনাটি মুম্বাইয়ের বান্দ্রার এক রেস্তোরাঁয়। সেখানেই খেতে গিয়েছিলেন তারা। কালো টপ আর নীল জিন্সে রাতের শহরে অগস্ত্যর পাশে বসা ছিলেন সুহানা।
শাহরুখকন্যার অভিনেত্রী হওয়ার ইচ্ছে সেই ছোটবেলা থেকে। সে অনুযায়ী বিদেশে পড়াশোনাও করে এসেছেন। এবার তার স্বপ্ন সত্যি হওয়ার পালা।
ডব্লিউজি/এমএ