ভালোবেসে বিয়ে করেছিলেন ঢালিউডের অন্যতম জুটি মৌসুমী-ওমর সানী। তাদের সংসার জীবনের ২৭ বছর পূর্ণ হলো আজ। ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমের পূর্ণতা দেন এ জুটি।
১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’ সিনেমা। এটি দিয়েই একসঙ্গে পথচলা শুরু হয় তাদের। এক সময় তারা পর্দার প্রেমের গল্প থেকে বাস্তবে প্রেমে জড়িয়ে পড়েন। তার পর প্রেম থেকে ভালোবাসা। পরবর্তীতে পূর্ণতা পায় বিয়েতে।
তাদের ২৭ বছরের সংসার জীবন নিয়ে ওমর সানী বলেন, ‘আমাদের দু’জনের মধ্যে প্রবল আত্মবিশ্বাস রয়েছে। আমাদের ভেতর বোঝাপড়াও অনেক ভালো, একে অন্যকে ছাড় দেই। আমরা দুজনই আমাদের ছেলেমেয়েদের কথা অনেক চিন্তা করি। বাকী জীবন আমরা একসঙ্গেই থাকতে চাই।
উল্লেখ্য, ৪০টির বেশি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন মৌসুমী-ওমর সানী। এগুলোর মধ্যে- “হারানো প্রেম”, “গরীবের রানী”, “প্রিয় তুমি”, “শান্তি চাই”, “দোলা”, “আত্ম অহংকার”, “লাট সাহেবের মেয়ে”, “রঙিন রংবাজ”, “মুক্তির সংগ্রাম”, “মিথ্যা অহংকার”, “ঘাত প্রতিঘাত”, “লজ্জা”, “সংসারের সুখ দুঃখ” ও “কথা দাও” উল্লেখযোগ্য।
ডব্লিউজি/এএইচ