বলিউড অভিনেতা আমির খান বলেছেন, অনুগ্রহ করে আমার সিনেমা বয়কট করবেন না। আগামী ১১ আগস্ট মুক্তির অপেক্ষায় থাকা ‘লাল সিং চাড্ডা’ সিনেমার প্রচারে এ কথা বলেন তিনি।
এই সিনেমার ট্রেলার ও গান প্রকাশিত হয়েছে। গানগুলো ভূয়সী প্রশংসা ও জনপ্রিয়তা লাভ করলেও ট্রেলার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। এরপরও আমির ভক্তরা আশায় বুক বেঁধে আছেন, দীর্ঘদিন পর তাদের প্রিয় তারকাকে দেখবেন বলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ‘লাল সিং চাড্ডা’ সিনেমা নিয়ে অপপ্রচার। সিনেমাটি বয়কটের ডাক দিয়েছেন একদল নেটিজেন। এরই পরিপ্রেক্ষিতে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান সিনেমাটি বয়কট না করতে অনুনয় করেছেন।
ডব্লিউজি/এমএ