নরসিংদীতে ময়লার ড্রেন থেকে জীবিত নবজাতক উদ্ধার

নরসিংদীতে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিক ব্যাগে মোড়ানো অবস্থায় এক দিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। গত রোববার রাতে পৌর শহরের দাসপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার হয়। পরে ওই নবজাতককে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নরসিংদী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার এ কথা জানান।

ওসি জানান, রোববার রাত সাড়ে ৯টায় দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনের পাশে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতকের কান্নার আওয়াজ পান এক নারী। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে পুলিশের সহায়তায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো জানান, উদ্ধার হওয়া নবজাতকের বয়স এক দিন। এখনো পর্যন্ত তার পরিচয় মেলেনি। কে বা কারা তাকে ফেলে গেছে, তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এ কে এম ফজলুল কাদের জানান, নবজাতকটি প্রিম্যাচিউর (অপরিপক্ব)। বর্তমানে তাকে নরসিংদী সদর হাসপাতালের শিশু ও মহিলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *