বন্দুকের লাইসেন্স পেয়েছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান। গত মাসে পাঞ্জাবের জনপ্রিয় র্যাপার সিধু মুসেওয়ালাকে হত্যার পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
এরপরই বন্দুকের লাইসেন্স চেয়ে আবেদন করেন সালমান খান। তার জেরেই এই অভিনেতাকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিলো মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ সোমবার জানায়, এক মাস আগেই নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সালমান। সম্প্রতিই সেই অনুমতি দেয়া হয়েছে তাকে। হত্যার হুমকি পাওয়ার কথা পুলিশকে জানিয়েছেন খোদ সালমান ও তার পরিবার। সালমানের বাবা সেলিম খান জুন মাসে একটি হুমকিপূর্ণ চিঠিও খুঁজে পান তাদের বাড়ির চত্বরে।
মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সদরদপ্তরে সালমনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। বন্দুকের অনুমোদন পাওয়ার জন্য এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক। এরপরই সোমবার মুম্বাই পুলিশ জানায়, সালমানকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতিপত্র দেয়া হয়েছে।
ডব্লিউজি/এমএ