মিরসরাইয়ে বিয়োগান্ত ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত এবং ৫ জন আহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২৯ জুলাই) বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিয়োগান্ত দুর্ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আজ থেকে ৭ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তিনি দাবি করেন, রেলক্রসিংয়ে গেটম্যানের নির্দেশ অমান্য করে রেললাইনে মাইক্রোবাস তুলে দেন চালক। এ রেলক্রসিং বৈধ এবং দুই পাশেই গেট আছে। তবে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, দুর্ঘটনার সময় সেখানে কোনো গেটম্যান ছিলেন না।

তিনি বলেন, পূর্ব খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে বিয়োগান্ত দুর্ঘটনার সময় কোনো গেটম্যান ছিলেন না। মাইক্রোবাসটির যাত্রীরা ঝর্ণা দেখতে যাচ্ছিলেন। ট্রেনের ধাক্কায় সেটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে অনেক দূরে চলে যায়।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *