করোনায় মৃত্যু ৪, শনাক্ত ৬১৮

দেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছেন ৬১৮ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নয় হাজার ৩৩৮টি নমুনা পরীক্ষা করে ৬১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ হিসেবে শনাক্ত হার দাঁড়াল ৬ দশমিক ৬২ শতাংশ। আগের দিন বুধবার এ হার ছিল ৬ দশমিক ৮৩ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত ২৯ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮৭২ জন কভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

নতুন শনাক্ত ৬১৮ জনের মধ্যে ৩০৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫০ জেলাতেই গত একদিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত একদিনে মারা যাওয়া চারজনের মধ্যে একজন ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন তিনজন। তাদের দুজন পুরুষ, দুজন নারী। তাদের তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনা সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে।

 

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *