দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে জয়ী আ.লীগের বিদ্রোহী প্রার্থী

শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছেন বিদ্রোহী প্রার্থী শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু। তবে গ্রহণ সুষ্ঠু হলেও  ভোটাদের উপস্থিতি ছিল অপেক্ষাকৃত কম।

বুধবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায় । শুরু থেকেই নির্বাচন কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়।

ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল  কম।

দেওয়ানগঞ্জ উপজেলা নিার্বচন অফিস সূত্রে জানায়, দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে শেখ নুরুন্নবী অপু ৭হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের ফারিন হোসেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট।

দেওয়ানগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আওয়ামলিীগের বিদ্রোহী প্রার্থী শাহনেওয়াজ শাহানশাহ (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৪৫২ ভোট। বিএনপির দলীয় প্রার্থী সাদেক আক্তার নেওয়াজী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৩১২ ভোট। সব চেয়ে কম ভোট পেয়েছেন দেওয়ানগঞ্জ আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (মোবাইল ফোন) ৩৪৮ ভোট। দেওয়ানগঞ্জ পৌরসভায় ৩০ হাজার ১৩২ জন ভোটারের মধ্যে মোট বৈধ ভোট পড়েছে ১৮ হাজার ৪২০টি ।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *