স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে বাকবিতন্ডার পর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ।

নিহত মারজাহান আক্তার (২১) উপজেলার জয়াগ ইউনিয়নের আমকি গ্রামের নাকিব হোসেনের স্ত্রী।

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এর আগে,গতকাল মঙ্গলবার দুপুর ২টার উপজেলার আমকি গ্রামে বাবার বাড়িতে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, নিহত মারজাহানের স্বামী প্রবাসী ।পরিবারের ধারণা, প্রবাসী স্বামী নাকিব হোসেনের সঙ্গে মোবাইলে কথা কাটাকাটির কারনে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। নিহতের মা নাছিমা আক্তার দুপুর ২টার দিকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে। কোন সাড়াশব্দ না পেয়ে আশেপাশের মানুষ ডেকে দরজা ভেঙ্গে দেখে নিজ রুমে জানালার গ্রীলের সাথে ওড়না পেচিঁয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়।বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *