সেফটি ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিকের মৃত্যু

ফেনী শহরের নাজির রোডে সেফটি ট্যাক বিস্ফোরণে তিন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে নাজির রোডস্থ রহুল আমিন ভবনের নিচতলায় এ দূর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা জানায়, সকালে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কার করার সময় ট্রাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরনের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দের সৃষ্টি হয়। বিস্ফোরনে ভবনের নিচতলা সহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় দু’জন জন শ্রমিক গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। একই সময় ফায়ারসার্ভিস কর্মীরা সেফটি ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় আরেক শ্রমিকের লাশ উদ্ধার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. আসিফ ইকবাল বলেন ২ জন শ্রমিককে ফেনী জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেছেন। অপর শ্রমিকেন লাশ এখনও হাসপাতালে নিয়ে আসেনি।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *