ইবি ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ শুরু

ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব’ এর নয়া সদস্য সংগ্রহ শুরু হয়েছে। ‘ফার্স্ট ডিজার্ভ দেন ডিজায়্যার’ স্লোগানে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে তারা এ কার্যক্রম পরিচালনা করছেন। বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট গুগল ফর্ম ও বুথ থেকে ফর্ম সংগ্রহের মাধ্যমে আবেদন করতে পারবেন। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগ্রহী শিক্ষার্থীরা ১০০ টাকা ফি দেওয়ার মাধ্যমে নিবন্ধন করতে পারবে। সকল ফর্ম গুলো সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ত্রুটিহীনভাবে ফর্ম পূরণকারীদের এমসিকিউর জন্য মনোনীত করা হবে। এমসিকিউতে উত্তীর্ণ হলে ভাইবার জন্য অনুমোদন দেওয়া হবে। ভাইবায় উত্তীর্ণ হলে প্রাথমিক সদস্য পদ মিলবে। এতে ২০১৯-২০ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। ভাইবায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সরাসরি মেম্বার হিসেবে যোগদান করবে।

নিয়মিত ক্লাব কার্যক্রমের অংশ হিসেবে বছরব্যাপী বিভিন্ন ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার কার্যক্রম সমূহ তুলে ধরে আত্ম-উন্নয়নে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করার আহ্বান জানান ক্লাব সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ক্লাবটির সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম মাহী বলেন, ‘একুশ শতকের পৃথিবী প্রতিযোগিতাপূর্ণ। অ্যাকাডেমিক স্কিলের পাশাপাশি সফট স্কিল বাড়ানো একজন ক্যারিয়ার সচেতন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও দক্ষতা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয়বারের মতো সংগঠনটিতে সদস্য সংগ্রহ শুরু করেছি।’

প্রসঙ্গত, সদস্য সংগ্রহ সংক্রান্ত যাবতীয় তথ্য সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজ-(https://www.facebook.com/IUCareerClub),গ্রুপ (https://www.facebook.com/groups/IUCCgroup) ও লিংকডইন প্রোফাইল (https://www.linkedin.com/company/carrierclubiu) থেকে জানা যাবে।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *