ইবি শারীরিক শিক্ষা বিভাগে পহেলা আগস্টে আবেদন শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে পহেলা আহস্ট আবেদন শুরু। ২০২০-২১ শিক্ষাবর্ষে (১ম বর্ষ স্নাতক) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির নিমিত্তে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরীক্ষায় বিকেএসপি’র সনদধারীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে, এ বছর ভর্তি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে কোটা ব্যতীত ২৫টি আসন রাখা হয়েছে। আগামী পহেলা আগস্ট রাত ১২টা থেকে ১৩ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পন্থায় প্রক্রিয়াকরণ ফিসহ ১হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, শারীরিক শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু পরিক্ষার্থীদের ১ ঘন্টায় মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষায় এমসিকিউ এ পাশ নম্বর ৪০ এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর ১২ রাখা হয়েছে। এছাড়াও বিকেএসপি’র সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০% বিশেষ কোটা সুবিধা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ২০ প্রযোজ্য হবে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *