আওয়ামী লীগের ২২ নেতাকর্মী বহিস্কার

জামালপুরের দেওয়ানগঞ্জে আওয়ামীলীগের ২২ জন নেতা কর্মীকে বহিস্কার করেছে জামালপুর জেলা আওয়ামীলীগ। দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করায় তাদের বহিস্কার করে।

২৪ জুলাই দিবাগত রাতে জামালপুর জেলা আওয়ামীলীগ লিখিতভাবে তাদের বহিস্কার করেন। যাদের বহিস্কার করা হয়েছে তারা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ আহম্দে হাবু, যুগ্ন সাধারণ সম্পাদক,রিফাইতুল ইসলাম শুভ, সহ-সভাপতি মনোয়ার হোসেন মনি, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল গফুর,পৌর আওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তফা, কিচাজানি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম আক্কাছ, সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল ওয়াহাব, চুকাইবাড়ি ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য বাদশা, বাবলু, সাবেক ছাত্রলীগ নেতা তাপস আহমেদ, মাহাবুবুর রহমান, বিকাশ কবির ইমরান, রেজাউল করিম, মোখলেছুর রহমান, রেজাউল করিম রাজা, শাহারিয়া সোহেল, আলামিন হিটলার, দেওয়ান বাবলা ও মোজাফ্ফর আহমেদ।

বহিস্কার পত্রে স্বাক্ষর করেছেন জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও জামালপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। উল্লেখ্য জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার নির্র্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৭ জুলাই। ইভিএম পদ্ধতীতে ভোট অনুষ্ঠিত হবে। দেওয়ানগঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ১৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৬৮৫ জন। নারী ভোটার ১৫ হাজার ৪৪৭ জন।

মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শিল্পপতি ইসতিয়াখ হোসেন দিদারের স্ত্রী ফারিন হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ(মোবাইল ফোন), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শেখ নুর নবী অপু (জগ), আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র শাহনেওয়াজ শাহানশাহ(নারিকেল গাছ) ও বিএনপির দলীয় প্রার্থী সাদেক আকতার নিয়াজি(ধানের শীষ)। দেওয়ানগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে ৩ জন। বিএনপির একক প্রার্থী সাদেক আকতার নিয়াজি(ধানের শীষ)।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *