গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পিন্স মৈত্র (২৭) নামে এক ভুয়া চিকিৎসককে কারা ও অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
পিন্স মৈত্র পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার খেজুরতলা গ্রামের পঙ্কজ মৈত্রের ছেলে।

রোববার (২৪ জুলাই) রাতে উপজেলার ভাঙ্গারহাটে শান্তিলতা ক্লিনিকে অভিযান চালায় চালায় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ। এসময় প্রিন্সকে ৬মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়। এছাড়াও শান্তিলতা ক্লিনিকের মালিক দিলীপ বিশ্বাসকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তা এ অভিযানে উপস্থিত ছিলেন। ডাঃ নন্দা সেন গুপ্তা জানান, এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে পিন্স মৈত্র দীর্ঘদিন ধরে শান্তিলতা ক্লিনিকে রোগী দেখছেন। এমন খবর পেয়ে অভিযান চালাই। পিন্স কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং এমবিবিএস পাস নন বলে স্বীকার করেন।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *