পাবনায় হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

পাবনার ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ রয়েছেন কয়েকজন। রোববার (২৪শে জুলাই) রাতে উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামের নসিরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চরগড়গড়ি আলহাজ্ব মোড়ের হাটের দৈনিক ইজারা পান চরকুরুলিয়ার আব্দুল্লাহ আল কাফি। অপরদিকে চরগড়গড়ি মাদরাসা মোড় হাটের ইজারা পান একই গ্রামের গোলাম সারোয়ার। দৈনিক হাট ও সাপ্তাহিক হাটের ইজারা নিয়ে দু’পক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জেরে রোববার সন্ধ্যায় নসিরের ঘাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হাট নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় গোলাগুলি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *