বাংলাদেশ এখন মৎস্য স্বয়ংসম্পূণ: ভোলায় এমপি শাওন

ভোলা-৩ আসনর সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ এখন মৎস্য স্বয়ংসম্পূর্ণ। নিজেদের চাহিদা পূরণ করে, বিদেশেও রপ্তানী করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বাধীন আওয়ামীলীগ সরকার মৎস্যজীবীদের বিভিন সুযাগ-সুবিধা দিচ্ছে। বিভিন্ন প্রণোদনার মাধ্যমে যুবকদের মাছ চাষ উৎসাহীত করছে সরকার।

রােববার দুপুরে উপজলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসন ও উপজলা মৎস্য কর্মকর্তার দপ্তর আয়ােজিত মৎস্য সপ্তাহর আলাচনা সভায় ভার্চ্যুয়ালীযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এরআগে ‘নিরাপদ মাছ ভরবা দশ, বঙ্গবন্ধুর বাংলাদশ’ এই স্লোগানে মাছের পােনা অবমুক্তকরণ ও র‌্যালি হয়েছে।

উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মা. রফিকুল ইসলামর সভাপতিত্ব ও মরিন ফিসারিজ কর্মকর্তা তানভীর আহমদর সঞ্চালনায় এসময় উপজলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজলা মৎস্য কর্মকর্তা মা. রুহুল কুদ্দুস, ওসি মা. মাকসুদুর রহমান মুরাদ, যুব উনয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমনসহ, জনপ্রতিনিধি, মৎস্যচাষী ও মৎস্যজীবী সহ আরও অনক উপস্থিত ছিলন।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *