আমতলীতে পূর্ব শত্রুতার জেরে বিষ দিয়ে মাছ নিধন

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে চাষকৃত বিভিন্ন প্রজাতির ২ শত মন ছোট বড় মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে কোন এক সময় ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে দুষ্কৃতকারীর।

ভুক্তভোগী পুকুর মালিক মোঃ সিদ্দিকুর রহমান মোল্লা জানান, আজ (রবিবার) সকাল ৬টার দিকে পুকুর পাড়ে গিয়ে দেখতে পাই পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ মরে ভেসে উঠছে।

তার ধারনা একই ইউনিয়নের আজিমপুর বাজারের তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও লুট করার অভিযোগের ঘটনায় দায়েরকৃত মামলার আসামীরা তার সাথে শত্রুতার করে আর্থিক ক্ষতি করার জন্য পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলছে। বিষ প্রয়োগের ফলে তার পুকুরের প্রায় ২ শত মন বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *