সাভার আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

যানজট নিরসনে সাভারের আশুলিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে ব্যস্ততম আশুলিয়া বাজারে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় সেখানে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এলাকাবাসী জানায়,আশুলিয়া বাজারের বিভিন্ন রাস্তা দখল করে এক শ্রেণীর লোকজন বিভিন্ন দোকানপাট বসিযে ব্যবসা করে আসছিলো দীর্ঘদিন ধরে। যার ফলে ব্যস্ততম এই বাজারের রাস্তায় সবসময় যানজট লেগেই থাকতো।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন। এসময় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। সেই সাথে আশুলিয়া বাজারের বিভিন্ন স্থানে দখল হয়ে যাওয়া বিভিন্ন খাল উদ্ধার ও পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পরে হলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হোসেন বলেন,অবৈধ ভাবে কেউ রাস্তা বা খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর,আশুলিয়া পুলিশ ফাঁড়ির এস আই সুদীপ কুমার গোপসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *