অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি উদ্ধার, যা বললেন শ্রীলেখা

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্পিতা। ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে প্রবেশ করেন তিনি। অল্প অল্প অভিনয়ের মাধ্যমে শুরু করলেও পরবর্তীতে তিনি টুকটাক অভিনয়ও শুরু করেছেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একাধারে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ার ধরে রেখেছিলেন।

তবে পুলিশের একটানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর শনিবার (২৩ জুলাই) সকালে রাজ্যের শিল্পমন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল ১০টা নাগাদ তাকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি, আটক করা হয় ‘পার্থ-ঘনিষ্ঠ’ মডেল ও অভিনেত্রী অর্পিতাকে।

এই ঘটনায় বর্তমানে নড়েচড়ে উঠেছে কলকাতার শোবিজ জগত। অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে। এ প্রসঙ্গে অভিনেত্রী শ্রীলেখা ফেসবুকে লেখেন, ‘পুরনোও কেসগুলো দেখুন ইডি। অনেকে আছেন, একে ওকে ধরে কেস ধামাচাপা দিয়েছেন।

একই ইস্যুতে ভারতীয় এক গণমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘একে একে সব রাঘব বোয়াল সামনে আসবে। কথায় আাছে না, কান টানলে মাথা আসে। এ বার বড় বড় মাথারা ধরা পড়বে।

শ্রীলেখার দাবি, সিনেমা জগতটা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক ব্যক্তিরা। তার ভাষ্য, ‘পুরো চলচ্চিত্র জগত এখন রাজনৈতিক ব্যক্তিত্বদের দ্বারা পরিচালিত। আমাকে ২১ জুলাই মঞ্চে দেখা যায় না।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *