যাত্রীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে বিমানের ৪ কেবিন ক্রু গ্রাউন্ডেড

যাত্রীদের সঙ্গে খারপ আচরণের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪ কেবিন ক্রুকে গ্রাউন্ডেড (অব্যাহতি) করা হয়েছে।

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টায় ফ্লাইটটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বিমানের ভেতর এসি কাজ না করাতে ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ বোধ করলে ক্রুদের কাছে পানি চান। বার বার পানি চাওয়ায় এক ক্রু যাত্রীদের বলেন ‘আমরা কারও চাকর না, আমরা মেশিন না’। পরে ঢাকায় এসে যাত্রীরা অভিযোগ করলে কৃর্তপক্ষ ৪ কেবিন ক্রুকে গ্রাউন্ডেড করে।

এ ঘটনা একটি তদন্ত কমিটিও গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। তদন্তের পর তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমানের কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত অভিযুক্তদের ফ্লাইটে পাঠানো হবে না। তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *