নিষেধাজ্ঞার শেষ দিনে কোষ্টগার্ডের অভিযানে ট্রলারসহ ১২ জেলে আটক

সমূদ্রে মাছ ধরার অপরাধে কোষ্টগার্ডের অভিযানে একটি ট্রলার সহ ১২ জেলেকে আটক করা হয়েছে। এসময় ট্রলার থেকে ১১ লক্ষ মিটার জাল উদ্ধার করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নিজামপুর কোষ্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্র থেকে মাছ ধরে ফেরার পথে খাজুরা সংলগ্ন ৩ নদীর মোহন থাকে তাদের আটক করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহা কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ট্রলারের মালিককে ৫ হাজার এবং ট্রলারে থাকা ৩৫ কেজি মাছ নিলামের মাধ্যমে ৫ হাজার টাকা বিক্রি করে মুচলেকা রেখে আটককৃত জেলে সহ ট্রলার ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যহত থাকবে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *