ভোলায় খুঁটিতে বেঁধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন, গ্ৰেপ্তার এক

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জে মন্দিরের খুঁটির সাথে বেঁধে প্রতিবন্ধী এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে অমানবিক ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাপস মৃধা নামে এক যুবককে গ্ৰেপ্তার করেছে।

ভাইরাল হও‌য়া ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নমগ্রামের স্বর্ণেরচর মন্দিরের খুঁটির সাথে বেঁধে ওই প্রতিবন্ধী যুবককে দুজন মিলে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারছে। এ সময় যুবককে চিৎকার করতে শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতনের শিকার যুবকের নাম জয়ন্ত। সে ওই এলাকার মিস্ত্রি বাড়ির শ্যামল দাসের ছেলে। নিযার্তনকারী দুজনের পরিচয়ও পাওয়া গেছে। তারা একই বাড়ির তাপস মৃধা ও অশিক মিস্ত্রি। এদের অমানবিক নির্যাতনে ওই যুবকের একটি হাতও ভেঙে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনের শিকার জয়ন্তকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এ ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়েরের পাশাপাশি জড়িত থাকার অভিযোগে তাপস মৃধা নামে এক যুবককে গ্ৰেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্ৰেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *