অনুমোদনের সনদপত্র পেল ডব্লিউ জি

সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া পর অবশেষে অনুমোদনের সনদপত্র পেল সুষ্ঠু ধারার গণমাধ্যম ডিব্লিউ জি (ওয়ার্ল্ড গ্লোবাল ২৪) নিউজ পোর্টাল। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে পোর্টালের অনুমোদন দেওয়া হয়। ডব্লিউ জি নিউজ, ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান ।

এদিকে সনদ পাওয়ার পর, আজ বৃহস্পতিবার সকালে ডব্লিউ জি’র গুলশান অফিসে সকল স্তরের কর্মকর্তা ও কলাকৌশলীদের নিয়ে কেক কাটেন, ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ‍কুতুব উদ্দিন নান্নু। এসময় তিনি সনদপত্রটি আনুষ্ঠানিক ভাবে ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের পরিচালক ও প্রধান সমন্বয়কারী নাসির পাঠানের কাছে হস্তান্তর করেন।

এর আগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কলাকৌশলীরা ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন নান্নুকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স সাক্ষরিত বিজ্ঞপ্তিতে একই সঙ্গে ৪৫টি অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন দেওয়া হয়।

 

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *