সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া পর অবশেষে অনুমোদনের সনদপত্র পেল সুষ্ঠু ধারার গণমাধ্যম ডিব্লিউ জি (ওয়ার্ল্ড গ্লোবাল ২৪) নিউজ পোর্টাল। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে পোর্টালের অনুমোদন দেওয়া হয়। ডব্লিউ জি নিউজ, ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান ।
এদিকে সনদ পাওয়ার পর, আজ বৃহস্পতিবার সকালে ডব্লিউ জি’র গুলশান অফিসে সকল স্তরের কর্মকর্তা ও কলাকৌশলীদের নিয়ে কেক কাটেন, ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন নান্নু। এসময় তিনি সনদপত্রটি আনুষ্ঠানিক ভাবে ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের পরিচালক ও প্রধান সমন্বয়কারী নাসির পাঠানের কাছে হস্তান্তর করেন।
এর আগে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কলাকৌশলীরা ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুব উদ্দিন নান্নুকে ফুলেল শুভেচ্ছা জানান।
এর আগে মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনিসা রড্রিক্স সাক্ষরিত বিজ্ঞপ্তিতে একই সঙ্গে ৪৫টি অনলাইন নিউজ পোর্টালের অনুমোদন দেওয়া হয়।