সড়কে জন্ম নেয়া সেই শিশুকে ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ

সড়ক দুর্ঘটনার পর মায়ের পেট ফেটে অলৌকিকভাবে বেঁচে ফেরা শিশুকে আপাতত ৫ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শিশুটিকে দেখাশোনার জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে শিশুটির জীবন-যাপনের খরচ রাষ্ট্র বহন করবে, এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রসঙ্গত, ১৬ জুলাই ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের তিনজন নিহত হন। এ সময় ওই নারীর পেটে থাকা বাচ্চা সড়কেই প্রসব হয়। অনেকটা অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি। বর্তমানে শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া শিশুর দেখা-শোনা ও ভবিষ্যতে তার ক্ষতিপূরণের বিষয়ে স্বপ্রণোদিত আদেশ দেয়ার আবেদন করলে রিট করার পরামর্শ দেয় হাইকোর্ট।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *