ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে অভিনেত্রী বর্ষা এবং প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্যা ডে’ সিনেমা। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। প্রযোজক অনন্ত বিভিন্ন সময় গণমাধ্যমে সিনেমার বাজেট একশ’ কোটি টাকা দাবি করে আসছেন। সিনেমা মুক্তির পর প্রচারণার অংশ হিসেবে হল পরিদর্শনে গিয়ে অন্য অভিনেত্রীদের নিয়ে ইঙ্গিতমূলক মন্তব্য করেন বর্ষা। যে কারণে আলোচনা-সমালোচনার কমতি নেই সিনেমাটি নিয়ে।
সিনেমার প্রচারণার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন হল পরিদর্শন করছেন অনন্ত-বর্ষা। প্রচারণার অংশ হিসেবে গত ১৪ জুলাই বগুড়ায় এক ভক্তের বাড়ি যান। বগুড়ায় এই নায়ক দর্শকের সঙ্গে সিনেমা দেখে অসুস্থ ভক্তের চিকিৎসার জন্য নগদ দুই লাখ টাকাও দেন। তবে রোববার (১৭ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনন্ত জলিল একটি স্ট্যাটাস ও ভিডিও বার্তায় বলেন, “আগামীকাল ১৮ জুলাই, সন্ধ্যা ৭টায় যমুনা ব্লক ব্লাস্টারে আমাদের ‘দিন দ্যা ডে’ মুভিটি দেখার জন্য সবার প্রিয় ৭৪ শিল্পীগণকে আমন্ত্রণ জানিয়েছি।”
এই নায়ক তার সিনেমাটি অন্যান্য তারকাদের নিয়ে একসঙ্গে দেখার বিষয়ে আরও লিখেন, “আমাদের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী তারা সবাই থাকবেন। আমাদের সবার শ্রদ্ধেয় আলমগীর সাহেব, ফারুক সাহেব, সোহেল রানা সাহেব, ইলিয়াস কাঞ্চন সাহেব, উজ্জ্বল সাহেব, রুবেল ভাই, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, ববিতা আপা, রোজিনা আপা, সুচরিতা আপা, চম্পা আপা—থেকে শুরু করে নতুন প্রজন্মের প্রিয় মুখ সিয়াম আহমেদ, আরিফিন শুভ, বাপ্পি, ইমন, নিরব এবং অন্যান্য সবার হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে বলে আশা করি। সবার সঙ্গে বসে আমি এবং বর্ষা ‘দিন দ্যা ডে’ মুভিটি দেখব, ইনশাআল্লাহ।”
ডব্লিউজি/এমএ