দর্শকদের কাছে শেখ ইশতিয়াক খুব পরিচিত নাম। তার গানের মাধ্যমে ইতো মধ্যে সবার মন জয় করেছে। শিরোনামহীন ব্যান্ডের এই ভোকাল তার কণ্ঠে অনেক গানের জন্যই প্রশংসা পেয়েছে। তার ‘অবেলা’ গানটি বিভিন্ন বয়সের মানুষের মুখে থাকে। কিন্তু এইবার গায়ক নয়, নায়ক হিসেবে আসছে তিনি। অনিমেষ আইচের তত্ত্বাবধানে সাদেক সাব্বিরের রচনা ও পরিচালনায় একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন শেখ ইশতিয়াক।
গল্পে দেখা যাবে, দুই পুরনো বন্ধু। যাদের যোগাযোগ অনেক দিনের। হঠাৎ একদিন দুই বন্ধুর দেখা হয়। তারা ঘুরে বেড়াত বিভিন্ন জায়গায়। এমন এক বন্ধুত্বের গল্প নিয়ে সাদেক সাব্বির নির্মাণ করেছে ‘হরিহর’। হরিহরের মাধ্যমেই শেখ ইশতিয়াকের অভিনয়ে অভিশেক। এতে আরও অভিনয় করেছে ছোট পর্দার অভিনেতা সাব্বির আহমেদ ও সাইমা স্মৃতি।
শনিবার (১৬ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে দীপ্ত টিভি প্রচার হবে হরিহর এবং ওটিটি প্লাটফর্ম বায়োস্কপেও দেখা যাবে এটি।
এ প্রসঙ্গে পরিচালক সাদেক সাব্বির বলেন, হরিহর একটি বন্ধুত্বের গল্প। এই গল্প যেকোনো মানুষের ভালো লাগবে। কারণ, বন্ধু ছাড়া আমরা সবাই অচল। বন্ধু আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই হরিহর ভালো লাগবে না, এমন মানুষ খুঁজে পেতে কষ্ট হবে। এটি একটি আলফা আই প্রোডাকশন। হরিহর-এর প্রযোজক শাহরিয়ার শাকিল ও ক্রিয়েটিভ প্রযোজক ছিলেন অনিমেষ আইচ।
ডব্লিউজি/এএইচ