শেখ হাসিনার জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার পাঠালেন ভারতের ত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপহার হিসেবে প্রধানমন্ত্রীকে সাড়ে ৭শ কেজি আনারস পাঠিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস হস্তান্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা আনারস গুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং। মোট ১০০টি প্যাকেটে ৭৫০ কেজি আনারস উপহার হিসেবে পাঠানো হয়েছে, যা ত্রিপুরায় স্থানীয়ভাবে উৎপাদিত। ভারতের ত্রিপুরা রাজ্যের হর্টিকালচার সেন্টারের সহকারী পরিচালক দীপক বৈদ্য এসব আনারস নিয়ে আসেন।

এসময় মনিষ সিং জানান, আনারসগুলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঠিয়েছেন। এগুলো হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে। এ সময় আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, উপহার হিসেবে এর আগেও ফল বিনিময় হয়েছে। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের আরো উন্নতি ঘটবে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *