বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। বুধবার (১৩ জুলাই) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে।
বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কের প্রাসঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিন্তু আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে, তিনি কোনো মন্তব্য না করে সালাম দিয়ে চলে যান।
এ সময় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
ডব্লিউজি/এএইচ