বৃহস্পতিবার সারাদেশে যুবদলের বিক্ষোভ

দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। মঙ্গলবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি হলো বৃহস্পতিবার (১৪ জুলাই) দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ। এ ছাড়া আগামী ১৬ জুলাই শনিবার দেশের সব উপজেলা ও পৌর শাখায় বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ।

উল্লেখ্য, যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনিকে মঙ্গলবার (১২ জুলাই) দিনে-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে যুবদল।

ডব্লিউজি/এএইচ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *