কোরবানী উপলক্ষে শামসুল হক ফাউন্ডেশনের নানান উদ্যোগ

বছর ঘুরে মুসলমানদের দুয়ারে আত্মত্যাগ এবং খুশির বার্তা নিয়ে হাজির হয়েছে অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। বিশ্ব মুসলিমের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি পূর্ণ আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের ঐতিহাসিক ঘটনার স্মরণে পালিত হয় ঈদুল আযহা। তাই প্রতি বছরের মত এবছরও সমাজের গরীব এবং দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এসেছে শামসুল হক ফাউন্ডেশন। ঈদের দিন (রোববার) বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সমাজের ছিন্নমুল এবং গরীব মানুষদের মাঝে কোনবানীর পশুর মাংস বিতরণ কর্মসূচি নেয়া হয়েছে। এসময় শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কুতুব উদ্দিন নান্নুসহ ফাউন্ডেশনের অন্যন্য কর্মকর্তা এবং কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কুতুব উদ্দিন নান্নু জানিয়েছেন,‘শামসুল হক ফাউন্ডেশন সাহায্যকারী এবং প্রদানকারীর মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি, সমাজের পিছিয়ে পড়া মানুষদের সাহয্য করাই বিত্তবানদের মূললক্ষ্য হওয়া উচিত। এছাড়াও সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠির উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করছি।’ উল্লেখ্য, শামসুল হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই নানান সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মহামারি করোনাকালেও সাধারণ ও নিম্নবিত্তের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা কার্যক্রম বাস্তবায়ন করেছে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যে ও সবার জন্য রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিনত করতে ‘একটি পরিকল্পিত নগরী ‘ এই শ্লোগান নিয়ে কাজ করে আসছে।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *