পদ্মা নদীতে জেলের জালে ৩১ কেজির বাগাড় মাছ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ৩১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। বুধবার (৬ জুলাই) মধ্যরাতে পাবনা জেলে রওশন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়ার মৎস্যজীবীরা জানান, দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীর বাহিরচর এলাকায় প্রতিদিনের মতো জেলে রওশন হালদার এবং তার সহযোগীরা মাছ ধরতে যান। মধ্যরাতে জাল তুলতেই তারা দেখতে পান বিশাল আকৃতির একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মোহন মণ্ডলের মৎস্য আড়তে আনেন। স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কিনে নেন। এ সময় মাছটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘সকালে আমি খবর পাই, পদ্মায় একটি বড় সাইজের বাগাড় মাছ ধরা পড়েছে। পরে দ্রুত আড়তে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি প্রতি কেজি ১২শ’ ৫০ টাকা দরে মোট ৩৯ হাজার ৩৭৫ টাকা দিয়ে কিনে নিই। মাছটি প্রতি কেজি ১৪শ’ টাকায় বিক্রি করবো। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি।

তিনি আরও বলেন, ‘বর্তমান পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ছে।

ডব্লিউজি/এএইচ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *