মোবাইল থেকে ব্যাংকে লেনদেনে সীমা বাড়ল

মোবাইল ব্যাংকিংয়ের হিসাব থেকে বাণিজ্যিক ব্যাংকের হিসাবে টাকা জমা দেয়ার সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে এখন থেকে গ্রাহকরা তাদের মোবাইল ব্যাংকিং হিসাব থেকে দৈনিক যত খুশি ততবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠাতে পারবেন।

এর আগে গ্রাহকরা ৩০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে আগের মতো মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা লেনদেনের সুযোগ থাকছে গ্রাহকদের।

মঙ্গলবার (৫ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট। আর নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। আগের যেসব নির্দেশনা অপরিবর্তিত থাকবে তা হালো—মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এছাড়া একজন গ্রাহক আরেকজনকে মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা তুলতে পারবেন। আর এমএফএস হিসাবে জমা রাখতে পারবেন সর্বোচ্চ ৩ লাখ টাকা।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *