নিজেদের ব্র্যান্ডটাকে বিশ্বস্ত করে তোলা খুব জরুরি: ধ্রুব গুহ

একইসঙ্গে সংগীত ও নাটকের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্টগুলোই প্রকাশ পাচ্ছে এখন ধ্রুব মিউজিক স্টেশনে। তবে সস্তা জনপ্রিয়তায় নয় বরং এই প্রতিষ্ঠান সংগীতে বরাবরই মান ও রুচির মাপে প্রকাশ করছেন গান। নির্মাতা কাজল আরেফিন অমির জনপ্রিয় কন্টেন্টগুলোর পাশাপাশি নান্দনিক গল্পে ও রুচিশীর নির্মাণ দেখা যাচ্ছে ধ্রুব টিভিতে।

এপ্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘আমার কাছে ব্যক্তিবিবেকের একটা দায় রয়েছে। শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে এই দায়টা আরও বেশি থাকা জরুরি। দেখুন, টাকা-পয়সা বিভিন্ন উপায়ে রোজগার করাই যায়। কিন্তু আমি চাই না আমার প্রতিষ্ঠানে কাজ করেছেন এমন একজন শিল্পীও আমার জীবদ্দশায় বা আমার প্রয়াণের পর কেউ আমাকে নিয়ে কটু কথা বলুক যে, অমুক কোম্পানি আমাকে ঠকিয়েছে। তাই বরাবরের মতোই আমি কমিটমেন্ট নিয়ে কাজ করতে আগ্রহী। শিল্পী প্রকাশকের ভেতরে একটি পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক না থাকলে সেই শিল্প এগুতে পারে না। সেটা যে ধরনের কাজই হোক না কেন।’

এবারের ঈদেও গান- নাটক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। তারকা শিল্পীদের পাশাপাশি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ব্যাচেলর কুরবানি’। ধ্রুব গুহ বলেন, ‘দর্শক শ্রোতার কাছে নিজেদের ব্র্যান্ডটাকে বিশ্বস্ত করে তোলা খুব জরুরি। কারণ, এখন বিনোদনের অগণিত খোরাক একজন দর্শকের কাছে। সেখানে আমি আমার দর্শকদের কমিটমেন্টের জায়গাটা ঠিক রেখেই কাজ করার চেষ্টা করছি, যাতে আমাদের প্লাটফর্মে ব্রাউজ করে একজন দর্শককে কখনও আফসোস করতে না হয়।’

প্রকাশনা প্রতিষ্ঠানের দায়িত্বের পাশাপাশি বীমা কর্মকর্তা হিসেবে নিজের নিরলস ব্যস্ততায় দীর্ঘদিন ধরেই নিজের গান রিলিজের খবর পাওয়া যাচ্ছে না। এ অভিযোগ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, ‘একটি গানের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমার শ্রোতাদের কাছে বেশ কিছু মেইল পাচ্ছি নতুন গান দেওয়ার। হয়তো সময় সুযোগ পেলে কাজটি শেষ করে রিলিজ দেওয়ার আশা রাখছি।’

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *