সোনারগাঁয়ে একটি কার্টন তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস ও গজারিয়া ফায়ার সার্ভিসের ১০ ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী জানান, সকাল পৌনে ৮টার দিকে কারখানার উত্তর পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সমকালকে জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের দশটি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।