যৌন হয়রানির দায়ে ভারতীয় কোচ বরখাস্ত

ভারতের অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের সহকারী কোচ অ্যালেক্স অ্যামব্রোসকে যৌন হয়রানির দায়ে বরখাস্ত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এআইএফএফের জন্য দেশটির সুপ্রিম কোর্টের নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেশন কমিটির সদস্য ড. এস ওয়াই কুরায়েশি এই তথ্য জানিয়েছেন ।

শুক্রবার (১ জুলাই) এআইএফএফের এক বিবৃতিতে ইঙ্গিত দেয়া হয়েছিল, অনূর্ধ্ব-১৭ নারী দলের যৌন হয়রানির ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সে সময় অপরাধ কিংবা অভিযুক্ত ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। তবে রোববার (৩ জুলাই) সেটি প্রকাশ পেল।

ঘটনাটি ঘটে ভারতীয় অনূর্ধ্ব-১৭ নারী দলের নরওয়ে সফরের সময়। যেখানে নারী দলের এক সদস্যের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন অ্যামব্রোস। তাকে তখন জরুরি ভিত্তিতে ভারতে ফিরিয়ে নেয়া হয়। এ বিষয়ে জিরো টলারেন্সের কথা জানায় অ্যাডমিনিস্ট্রেশন কমিটি।

ডব্লিউজি/এমএ

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *