রায়পুরসহ জেলা জুড়ে শিক্ষক হত্যা ও লাঞ্চনার ঘটনায় মানববন্ধন

শনিবার রায়পুরের ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের থানার সম্মুখে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী সাভারে কলেজ শিক্ষক প্রভাষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও অপরাধিদের গ্রেফতার পূর্বক বিচারের দাবীতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদ রায়পুর উপজেলা শাখা সহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকা সাভার হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে মির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা দেয়ার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোঃ আ ন ম নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় পৌরশহরের প্রধান সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রায়পুর উপজেলা কলেজ শিক্ষক সমিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, রায়পুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, রায়পুর উপজেলা জমিয়তুল মোদারেসিন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সহস্রাধিক শিক্ষক অংশ নেন। এসময় বক্তব্য রাখেন শিক্ষক নেতা মােঃ সাইফুদ্দিন, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হারুনুর রশিদ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, মোঃ আমির হোসেন, বলরাম মজুমদার, জ্যোতির্ময় মজুমদার, মোঃ আবু সায়েম চৌধুরী প্রমুখ।

রায়পুর এলএম পাইলট মডেল স্কুল এর প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, প্রভাষক উৎপল কুমার হত্যার সাথে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই হত্যাকারীদেও বিচার করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান । সারাদেশে শিক্ষক নির্যাতন বন্ধ ও সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে শিক্ষক লাঞ্ছিত করার সাথে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

ডব্লিউজি/এমএ

শেয়ার করুন:

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *